কেউ এখন আর অপ্রেমিক নয়,
সবাই এখন এ প্রজন্মের রোমিও জুলিয়েট!
সবাই এখন আপটডেট প্রেমিক !!
অনেক দিন পর ব্রহ্মপুত্রে গিয়েছিলাম;
মন খুলে প্রাণবন্ত হাওয়ায় ডানা মেলতে,
কিন্তু সেখানে দেখি বিশেষ ছাড়ে প্রেমের অফার চলছে,
যে যার মত চুটিয়ে প্রেম করছে ;
আবাল-বৃদ্ধা-বনিতা সবাই।
সুপুরুষ বেশে ক্ষাণিকটা তাকালেও পরে বুঝলাম এ প্রেম আমার জন্য নয়,
হোক সে যতোই সহজলভ্য,
আমি এ প্রেমের যোগ্য নই,
তাই মেলিয়ে রাখা ডানা গুটিয়ে চুপটি করে নতশিরে চলে এলাম,
কারণ ঝালমুড়ি ও চানাচুরের সুদাসল নেবার ক্ষমতা আমার নেই,
তাই মুক্ত বাতাস বিনে কেউই আমার প্রেমিকা হলোনা।