জন্ম থেকে মৃত্যু কিছুই এখন আর চোখে ঝড় তুলনা,
সবকিছুই এখন তরলের মতোই হজমেয়,
ঝড়-বৃষ্টি-তুফান এগুলোও এখন আর ঋতুবেদে আসেনা,
যখন ইচ্ছে তখনই!
সবাই এখন এক ঋতুতেই বিশ্বাসী,
কেউই এখন আর ভিন্ন ঋতুর ধার ধারেনা।
সবকিছুই যেন সাজানো আনুষ্ঠানিকতা,
সবাক মাতৃভাষা থাকতেও নির্বাক আমজনতা!
তারাও এখন বুঝে গেছে আমরা পালের শোভা বিনে কিছুই না,
তাই ওরাও এখন মোরদ বুঝে চলে,
দর্শক আর ধর্ষকের কদর এখন সবচেয়ে বেশী,
দর্শনীয় স্থান আর ধর্ষণীয় স্থান এখন অভিন্ন,
তাদের জন্য এখন বসন্তের বিশেষ অফার চলছে,
পড়ার ঘরগুলোও এখন পরার ঘর,
তাই পড়ার টেবিলগুলোকেও কলম ছেড়ে তোপ চলে,
ওখানে এখন ছাত্রের বসার সুযোগ নেই,
তাই বিদগ্ধ বিবেক গুলো দূর থেকে ডাকে;
এসো সবাই অছাত্র হই।