ভরসাটা ছিলো কেবল আমারই উপর,
হেসে খেলে জীবন পার করাটাই ছিলো আমার সবচেয়ে ভূল,
কখনো ঘুমে, কখনো আড্ডায় আবার কখনো মন না লাগা পড়ায়,
এভাবেই চলে গেল কুড়িটি বছর।
কখনো একবারের জন্যও ভাবিনি কি হবে আমার কালকের দিনটি?
কি হবে আমার সামনের পথচলা?
বলতে চলতে একুশ-বাইশ -তেইশ চলে গেল
তবুও বেসরম মনে লাজ এলো না!
ভাবিনি কখনো আমি নিম্নবিত্ত নাকি উচ্চবিত্ত,
আজ পঁচিশ আমায় ছুঁয়ে দিল ;
আর এ কোন বিত্তে ফেলে দিলো ?
নিশ্চয় বেকারবিত্ত হবে?
যুগের ওপর আক্ষেপ নেই,
সে তার ধারায় এগুচ্ছে
সময়ের সাথে কখনো সুষম,
আবার কখনো অসম ভাবে আপন গতিতে,
তবে আমি কেন পড়ে রইলাম আমিতেই,
সবটাই ছিলো আমার ভাগ্যের পূর্বনির্ধারিত প্রাপ্তি!
ভাবিনি কখনো সূর্য্যটাও তার সুযোগ বুঝে ক্ষোভের শোধ নিবে,
তাই জুতোর চটিও রোজ আমার উপর ভৎর্সনা করে চলেছে ;
সত্যিই আমি অভিশপ্ত!