রাস্তা বাঁকে বাঁকে ফ্লাওয়ার সপ গুলো এখন;
ভালোবাসার স্টক রেজিস্টার।
চলে চলে বিশেষ ছাড়ে বিকিকিনি ;
শত প্রেমের কাব্য সৃষ্টি হয় দিবানিশি,
দুই টাকা দরে যখন ইচ্ছে তখন!
একসময় ভাবতাম তাজমহলই বোধহয়
ভালোবাসার সর্বোৎকৃষ্ট নজির,
এখন দেখি সবকিছুই ভেস্তে গেল,
হারিয়ে ফেললো ভ্যালেন্টাইন ডে'র একদিনে!
আর হেরে যাই দুই টাকার প্রেমের কাছে!!
যৌবন-যৌনতা এর পার্থক্য বুঝে চলে প্রেমের দরপত্র,
মনের সাথে মন মিল নয়, চোখের সাথে মুখের দর্শনই যথেষ্ট,
সেকেলে থেকে একালে সবাই এখন ডিজিটাল প্রেমিক!
কি চমৎকার অফার চলছে!!
তবুও তালকানা মন তাজমহলের স্বপ্ন বুনে,
মনের সাথে মনের মিল খোঁজে,
ভালোবাসার সংজ্ঞা বুঝে ;
তাই হতে হয় সমাজের বেখাপ্পা প্রেমিক!