আমারও ইচ্ছে হয় অবুঝ প্রেমিক হই,
সুবাসিত ফাল্গুনের মতই আমারও জীবনে প্রেম আসুক;
রক্তের প্রতিটি কণায় প্রবাহিত হোক,
শিরায় শিরায় মিশে যাক,
আমিও প্রশান্তির প্রেমে মশগুল হই
আমার জীবনে বয়ে চলুক শান্তি আর শান্তি।
অতীত আমায় কিছুই দেয়নি তাতে কি,
বতর্মান ও ভবিষ্যৎ আমায় অবুঝ প্রেমের পশরা দিক,
অতপর, ফাগুনের প্রতিটি সকাল সন্ধ্যায় প্রেমপত্র ফেরি করি।
আমার দিন আমার রাত,
সবকিছুই যেন হয় সেই প্রেমের প্রতিদান।
আমার স্বপ্ন আমার বাস্তব
সবই যেন হয় সেই প্রেমের অন্তরায়।
আমার ভিতর আমার বাহির
সবখানেই যেন হয় অবুঝ প্রেমের অবিচ্ছেদ্য বন্ধন।
দেউলিয়া মন নিয়ে
আমিও হতে চাই অবুঝ প্রেমিক।