নিদ্রালুত চোখে স্বপ্নযাত্রা নিয়ে কানাঘুষা,
আশাতীত কল্পনার সাথে বাস্তব কে মিলিয়ে ভাবা,
তারপর নিজেকে বাস্তবিক কল্পনার সাথে অনেক দূর এগিয়ে যাওয়া ;
চলছিলো সবকিছুই বেশ।
চলছিলো দিন-রাত-বছর ...
হঠাৎ ওয়্যারলেস তন্ত্রে  কিছু অপ্রত্যাশিত ধ্বনি!
শুরু হয় বিনিদ্র রাত্রি নিবারণ ;
কিছু ভাবনাতীত কবিতার ছন্দপতন,
যৌবনহীন যুবকের সংকীর্ণতা,
আশা-নিরাশার যুগপৎ,
সবকিছুই যেন মিলে গেল অদৃশ্য শব্দগুলোর সাথে!
তবুও স্বপ্ন আর বাস্তবতা গুলিয়ে সৃষ্টি হয় দিকহীন হতাশা!
বারটার কাটা তিনটায় গেল,
রাত ফুরিয়ে সূর্যটাকে বিদায় দেবার উপক্রম হলো,
তবুও যেন অজানা ধ্বনির ছন্দ মিলে না!
অচেনা সুরের তাল মিলে না!!
শুধু অন্তরালে অদৃশ্য চিন্তানুভূতির প্রবৃদ্ধি ঘটায় ;
তবে এর কি কোন শেষ নাই!