স্নিগ্ধতা হারিয়ে রুক্ষতা ছড়িয়ে চারপাশ; তোমার পদচারণা।
তবে আমি কিইবা পেতে পারি বনবাসী কায়া!
কিছু মন ভোলাবার ছলাকলা,
কিছু সুরসিক চাটুকারিতা,
আর রিক্ত বক্ষ প'রে অশ্রুসিক্ত প্রেমোক্তি,
হ্যাঁ, সবই কিনিছিলাম বিশ্বকর্মার হাট থেকে।
কিন্তু খোলোনি তোমার বক্ষচিড়ে ইস্পাতদৃঢ় কপাট খানি!
তবে আমিও জানি দুঃসাহসী দুরূহ উত্তর,
আমিও চাই সর্বজন্মময় মিমাংসা।
তাই আমি ওপার বাংলা ঘেটে এনেছি দুর্লক্ষ্য অক্ষর ; অজীর্ণ সন্ধি!
যেখানে আমি, তুমি প্রত্যেক পৃথক একপদী কবিতা হবো,
চিরমুক্ত হবে ইঁচড়েপাকা আনাড়ি পক্কতা,
যতদিন যাবে প্রসারিত হবে অক্ষুন্ন ভালবাসা।