আমি শংকিত! আমি স্তম্ভিত!! আজ আমাকে নিয়ে,
আমি বিস্মিত! আমি ভয়ার্ত !! ভাবতেই আমার ভবিষ্যৎ।
এতটুকু ছোট্ট চারা আমি ;
আমাতে দেওয়া হচ্ছে বিষাক্ত কীটনাশক!
যেখানে আমায় শিখতে হবে
মৃত্তিকায় জমানো খাদ্য গ্রহণ।
তবে কি হবে আমার জন্ম পূর্ণাঙ্গ ?
হবে কি আমার কল্পনায় থাকা সুগঠিত বৃক্ষ?
পুষ্পিত হবে কি আমার শাখা- প্রশাখা
পাবে কি আমাতে সেই কাঙ্খিত ফল?
তাইতো আমি আজ স্তম্ভিত! আমি ভয়ার্ত !! ভাবতে আমার ভবিষ্যৎ ।
যখনি আমাতে স্বনির্ভরশীলতার মুল বেরুতে চলা,
যখনি আমার শিখতে চলা, বাড়তে চলা আমার সুগঠিত ডালপালা।
তখনই আমাতে দেওয়া হচ্ছে রাসায়নিক বিষাক্ত খাদ্য,
অতৃপ্ত লোভি কৃষকের মত পাওয়া
ক্ষণস্থায়ী সোনার ডিমের আশায়।
তবে পুর্ণ হয়েছিল কি সেদিন কৃষকের
রাজা হওয়ার মনোবাসনার?
তাইতো আমি আজ শংকিত! স্তম্ভিত আমি আজ আমাকে নিয়ে!!
হয়তো হবে আমার বিশালাকার দেহ
হয়তো আমাতে পাবে গন্ধহীন পুষ্প
আর পুষ্টিগুণহীন সুশ্রী ফল।
তাতে কি হবে তোমার কাঙ্খিত পাওয়া,
আত্মতৃপ্তিতে তোমার যতটুকু চাওয়া,
পারবো কি তোমাকে দুরারোগ্য হতে বাচাঁতে,
আর বানাতে পারবে তোমায় স্বনির্ভর আত্মভোগী ।
তাইতো আমি শংকিত! আমি স্তম্ভিত!!
এই আমাকে নিয়ে,
আমি বিস্মিত! আমি ভয়ার্ত!!
আজ গড়তে আমার ভবিষ্যৎ।