ক্ষণিকের তরে আমরা সবাই
নিত্য নতুন ঝামেলা পাকাই,
নতুন কোনো বিষয় নিয়ে
নতুন কোনো ঠিকানায়।
নিজ স্বার্থে মত্ত হয়ে
অপরের পেটে মারি ছুরি,
আপন বাড়ি গড়তে গিয়ে
বাপের ঘরেও করি চুরি!
সম্পত্তির লোভে বেশি বেশি
ধোকাবাজি করি অহর্নিশি,
স্বার্থপরতার এই দেশেতে
আমরা সবাই স্বার্থন্বেষী।
সেকেন্ড কতক সময় যখন
দিতে পারেনা ভরসা,
কিসের জন্য এতো স্বার্থ
এতো চিন্তা রোজ হামেশা।