রং ঢংয়ের বচন ছাড়
শক্ত হস্তে অস্ত্র ধর,
স্বাধীনতার রক্ষক তুমি
স্বাধীনতা রক্ষা কর।
নিরব নয় সরব হও
রক্ষা কর মানবতা,
দেশদ্রোহী সব নিপাত যাক
এই যেন হয় তোমার কথা।
নিত্যনতুন শত্রু পক্ষ
জন্মে যাচ্ছে বাংলার পরে,
বাংলা মায়ের ছেলে তুমি
দায়ভার আজ তোমার তরে।
হটাও যত দেশদ্রোহী
আর কুলাঙ্গারের ছানা,
ধ্বংস কর তাদের বংশ,
সিডর হয়ে দাও হানা।
ভক্ষক নয় রক্ষক হও
বক্ষে তোমার বিজয় গাঁথা,
একবার নয় বারবার হও
তুমিই ইতিহাসের পাতা।