বদলাচ্ছে প্রকৃতি নাকি আমি?
নাকি পেয়েছি পরিবর্তনের স্বীকৃতি।
চরম না অবম ; কোনটার অভিজ্ঞতা বেশী এটাও অনিশ্চিত,
কারণ পরিবর্তনের ধারাবাহিকতায় এটা বুঝার সময় কোথায়,
আছি শুধু নিজের রূপ বদলাতে ব্যস্ত,
কখনো কালো, কখনো নীল আবার কখনো ধূসর।
কি চমৎকার শক্তি আমার,
তাইতো লোকে বলে; বহুরূপী আমি!
এইজন্যই তো আমাকে জন্ম দেওয়া জননীও আজ আমাকে চিনতে সন্দিহান।
তবে আমি কি জানি আমার গন্তব্য কোথায়?
কি হবে আমার নিষ্কৃতি?