অগ্নি নাকি তুষার,
কিসে আচ্ছন্ন আমার চারিপাশ?
কোথায় আছি আমি?
কোন এক আগ্নেয়গিরিতে না বরফাচ্ছন্ন তুষারঝড়ে,
শুধু একুটু বুঝা যাচ্ছে,
হাস্যপ্রোজ্জ্বল প্রকৃতি এখানে নেই,
নেই কোন পাখিদের মনমাতানিয়া কলরব।
অবশ্য দূর অদূর থেকে দু-একটি চিৎকার-আর্তনাদ শোনা যাচ্ছে,
বড়ই স্তব্ধতা ছড়িয়ে কাঁদছে চারপাশ!
আমিও কাঁদছি!!
বারবার বিধ্বংসী থাবায় আমিও আজ ধৈর্য্যহারা,
কতবার সহ্য করা যায়!
ওও বুঝতে পেরেছি,
এ নয় কোন আগ্নেয়গিরি, নয় কোন তুষারঝড়,
এটা হচ্ছে সর্পরাজের রাজদরবার,
মানুষ খেকো সাপই যাদের একমাত্র চাষ।
আর...
বিষাক্ত ছোবলেই আমার বাস!