আমিও পাগল হব, খোলা রাস্তায় বানবাসি পথে
চিৎকার করে বিদ্রোহ করব,
গর্জে গর্জে গর্জক হবো।
মনের অন্তরালে লোকায়িত ক্ষুব্ধতাকে আর একবারের জন্যও মাটি হতে দিবো না,
সামান্য স্তরচ্যুতির জন্য আজ আমাকে মানুষ থেকে পাগল বানিয়ে দেওয়া হলো,
খচিত করে দেওয়া হলো কুলাঙ্গার চিহ্নে,
ঘোষণা করা হলো আমি বিদ্রোহী।
তবে আমিও পাগল হতে চাই,
পাগলামী করে বিদ্রোহ করতে চাই,
খুলে দিতে চাই সকল মুখোস।
মূলোৎপাটন করতে চাই সকল শকুনিপনা,
ছিঁড়ে ফেলতে চাই নকল মনুষ্যরুপ।
দেখুক সবাই কেন আজ আমি স্তরচ্যুত?
কেন আজ আমি পাগল ?
কেন আজ আমি বিদ্রোহী ?