তুমি নারী তুমিও মানুষ
তুমি সৃষ্টির কল্যাণে সূর্যের হাসি
তুমি নাৎসি তুমি সর্বনাশী
তুমি অবিনাশী তটিনী
তুমি ছায়াতরু তন্বী
তুমিহীন নয় কেউ সুপুরুষ
তুমিই নদী তুমি অর্ধাঙ্গিনী।
তুমি চন্দ্রের বুকে আঁকা তুলি
তুমিই ভুবনডাঙ্গার হাসি
তুমি গাঁয়ের বাঁকা মেঠোপথ
তুমি রাখালের তালপাতার বাঁশি
তুমি শিশুর আশ্রম বেঁচে থাকার গান
তুমিই মা তোমাতেই রয়েছে বিশ্বনিখিল
সালাম তোমায় হে শাশ্বত জননী।