দিবানিশি অহর্নিশি কত রঙ কত কি
অবিরাম খেলা চলে বঙ্গে,
ক্যাসিনোর দস্যুরা বারে বসে খেলে কি
জুয়া নামে বিয়ারের সঙ্গে?
নর-নারী রকমারি সুন্দরী মাধুরী
যদি কিছু টাকা হয়
দহরম-মহরম কত রং তামাশা
এও কি খেলা নয়?
টর্চার সেলে নির্মম খেলা খেলে
তরতাজা কতো প্রাণ হয় বলিদান!
আবাসন ভেসে যায় আবরারের রক্তে
রাষ্ট্র কি দিবে তার প্রতিদান?
দুর্নীতি করে রীতি রীতিমতো টাকা গুলো
সরকারি আমলারা পকেটে ডুকায়,
এইভাবে খেলে খেলে বঙ্গের লুটে রাজ
লুটেপুটে সবকিছু খেয়ে যায়।
রাজনীতি পেটনীতি হোক যতো পরিণতি
দেশ নিয়ে বাহাদুরি করবেই,
জনগণ মরে যাক দেশটাও ধ্বসে যাক
তবুও ওরা খেলছে খেলবেই।