তুমি ওমন করে জল ছল চোখে চেওনা
চেওনা চাঁদনীময়ী
তোমার ঐ চোখে আমি ডুবে যাব মধুরা যামিনী,
তুমি এমন সুরেলা গলায় কাতর কণ্ঠে
মাঝ রাতে আর ডেক না রমনী-মনি।
তোমার কমল হাতে আলতো স্পর্শ আর
করোনা সোনার নলিনী।
তোমার ঐ জল ছল চোখে আমারি দিকে
বারে বারে প্রেমাশ্রু-দ্বারা তাকিয়েওনা প্রাণময়ী।
তোমার ঐ খোঁপায় বাঁধা উন্মুক্ত কেশ
নাড়াচাড়া আর দিও না ফুলরাণী,
তোমার নরম ঠোঁটে মুক্তো র হাসি
আর হেসনা সোহাগিনী।
আমি একবার নয় দুবার নয় সহস্রাধিক
সহস্র রূপে সহস্র বার তোমার প্রেমে
পরেছি তুমি কি"
তা কখনো বুঝনী পাগলিনী?
হেরি তার রূপরাশি, হেরি তার চরণচুমী,
পাপিয়া আকুল প্রাণে হ'ত রাগিণী !
আমি দেখিতাম শুধু তোমারে, শুধু তারে!
তোমার ওই জল ছল চোখে আর চেওনা
চঞ্চলা দামিনী,
,,,,,,,,,,,,,,,,,
২৯/৮/২০২১/
দুপুরে কিশোরগঞ্জ মেঘনা নদীর তিরে বসে লেখা
সাথীকে উৎসর্গ করলাম