এই যে মেঘ কন্যা শুনছ!
হ্যাঁ তোমাকেই বলছি শুনো!
তুমি আমার প্রেম হবে?
তোমাকে এক আকাশ
ভালোবাসা দেবো।
তুমি আমার চোখের অশ্রু হবে?
তোমাকে এক সাগর জল দেবো,  
তুমি আমার ভাবনার নীলিমা হবে?
জোছনা ভরা চাঁদ দেবো। কি হবে!
হাসছো কেন?,
তোমার এই মুচকি হাসি দেখে
এক তরী কবিতা রচনা করবো,
যাহা বিলি করবো এই ধরণীর
প্রান্ত থেকে প্রান্তে,
লোক মুখে রটাবে আমাদের প্রেম র
কোলাহল মুখরিত হবে পৃথিবী।  
মেঘের মেয়ে তুমি আমার
হৃদয়ের ক্যানভাস হবে?
যেখানে এক টুকরো ভালোবাসা
লুকিয়ে রাখবো, কি হবে?
তুমি আমার নিস্তব্ধ আধার রাতে
জোনাকির মিটি মিটি আলো হবে?
সেথায় নিজেকে সম্পুর্ন সঁপে
দেবো তোমার হাতে।
কৃষ্ণ কন্যা তুমি আমার প্রেম হবে?,
তোমাকে মনের মতন করে
সাজাবো হৃদ মন্দিরে!
তুমি আমার চাঁদ হবে মানসকন্যা?
মোরা কিরণ ছড়াবো
ভালোবাসার নীল কুটিরে।
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''':::::::::::::::::::::::::::::
রচনা, ১২/৬/ ২০২২,
শিমুল বাগান রক্তিম নদ তাহিরপুর সুনামগঞ্জ।
উৎসর্গ মেঘ কন্যা হুমায়রা কে।