বন্ধু! তোমার মত ক'জন জুটে কপালে
তুমিই আমার বিশ্বস্ততা সুতোর মুল প্রাণ
তুই আমার অনন্তের হাহাকার
কলিজা পুরা বিরহ লগ্নে বিজয় ঘ্রাণ।
তোমার কথায় খুঁজে পাই প্রেরণা র বাণী  
তোমার কাঁধে সুস্তি পাই ক্লান্ত লগ্নে"
তৃষ্ণা অনুর্বরতা জল,
যেন স্বর্গ আসিয়া দাঁড়ায় মোর দুয়ারে
বাংলা মায়ের প্রাণ তুমি গৌরব সিংহাসন।  
বন্ধু! আমার সেনাবাহিনী  তাহা নিয়ে করি
বড়াই লোক সমাগম খুঁজে পাই তৃপ্তির সাধন,
বন্ধু! তোমার মতন ক'জন জুটে কপালে।
তোমার কথাতেই  কবিতা লিখার মুল মন্ত্র  
সেথায় খুঁজে পাই "শব্দের এক স্তূপ "ভাণ্ডার,
"নির্ভুল বানান "বাক্য র সমাহার "সঠিক শব্দ।
পড়ি না কোন জঘন্য সাহিত্য সম্পাদিকা র পত্রিকা
দুচোখ বুলাই না শেকসপিয়ার  কবিতার পাতায়,
তোমার বানীতে সুধা মম ললাটে হেথায় ঘ্রাণ।
বন্ধু! পেয়েছি এই ক্ষুদ্র পরিসরে জীবনে অনেক
কোলাহল মুক্তো, তোমার মতন ক'জন আচ,
সুখে দুঃখে আপন মনে পাশে রহে?  
বিজয় কভু নহে মোর বন্ধু!
বিজয় আমাতে আত্মার অস্তিত্বে পরম আত্মীয়
কলিজার খুব আপন কেউ।
বলো তো দেখি বন্ধু!
তোমার মতন ক'জন জুটে কপালে!?
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
রচনা- ২৬/৫/২০২২-
নিজ বাড়িতে ভোলা চর ফ্যাশন "
উৎসর্গ বন্ধু বিজয়।