আমি শুধু ভাবিতে চাই তারে,
 তুমি কি হবে  সেই যাকে চাহিব অনাদরে
 থাকিবো রূপের দিকে ফ্যাল-ফ্যাল করে তাকিয়ে!
 যার চোখের এক পলক চাহনিতে ফোটে উঠবে
 আমার ভিতরে তরঙ্গে তরঙ্গে প্রেমের মোহ
স্রোতে স্রোতে ভালোবাসা,
 তুমি কি হবে আমার সেই  প্রেমের অনুভূতি
বলো লিলি শিখা
কোন এক নিস্তব্ধ  নিশিতে খোলা মাটে দারিয়ে
আসমান ভরা ছেতারার দিকে তাকিয়ে
আমি চিৎকার করে বলিব
প্রিয় তমা তুমি  কোথায়
প্রিয় তমা তুমি কোথায়
তুমি তখন আসিবে ছোটে আমার কাছে?
নাকি পাগল বলে ঠেলে দিবে দুরে?
তোমার হৃদ মাজারে রাখিবে কি আমাকে
নাকি ধুলি কনা বলে যেরে মুছে দিবে?
আমার হৃদয়ের মন্দিরে প্রেমের সিংহাসনে 
রাখিতে চাই যারে সে যে আর কেউ নয়
প্রিয় তমা সাথী  তুইরে
বলো বুলবুলি পাখি  আমি কি কল্পনার ঘরে
 রাঙাতে পারি তোমার জল ছবি
প্রেমের নৌকায়   ভেসে বলো সাথী?
.........................,,,,,,,,,,,,,,,,,,
রচনা ৮/৯/২০২১ বরিশাল কীর্তনখোলা নদীতে ভ্রমণ কালে