মানুষ,তোমার মানুষ হতে আর কতোটা দেরি!
এখন দেখছি -মানুষ হবার সবে হাতে-খড়ি।

আগুন দিচ্ছো ট্রেনে,  দিচ্ছো আগুন বাসে,
অগ্নিদগ্ধ বাবা আজ কাঁদছে জানালার পাশে।

বাঁচলো না তার ছোট্ট শিশু, বাঁচলো না তার পত্নী,
আর কতোটা প্রাণ গেলে থামবে তোদের গতি।

কাঁদছে বসে স্টেশনে রুয়েটের সেই বাবা,
থামবে কবে সর্বগ্রাসী তোদের এই থাবা!!

ক্ষমতার এই লিপ্সা যে নিচ্ছে এতো প্রাণ,
বুঝবি নিজের প্রান গেলে, প্রাণ এর কতো দাম।

কোথায় তোদের মানবতা, কোথায় তোদের বিবেক!
অর্থ-লিপ্সা করছে তোদের পাপাত্মাদের শাবক।

"ওপার বলতে আছে কিছু", আছে কি তার ধ্যান!
জান থাকতে খাটা তবে - উপরওয়ালার দেয়া জ্ঞান।

হাকুল্লাহ তো বাদই দিলাম, হাক্কুল ইবাদ কই!!
বান্দা যদি মাফ না করে, দোযখই তোর সই।