হে মানব,স্বাগতম, এসেছো এ ধরায়,
কর্ম সাধন করে যাও-উত্তম পন্থায়।

শৈশব তোমার মায়ের কোলে,
কৈশোর গেলো স্কুলে,
মৃত্যুর কোলে পরার আগে,
যৌবন কাটুক আমলে।

এহেন পথে হাটো তুমি,
হও-বা তুমি চক্ষুশূল,
কর্ম সাধন করতে হবে,
যা হয় সৃষ্টির অনুকূল।

সঙ্গ-লিপ্সু হও তুমি,
নেই-কো তাতে বন্ধকতা,
সঙ্গ টা হোক সৎ-সঙ্গ,
কেটে যাক সব অন্ধতা।

তীক্ষ্ণ-বুদ্ধি না থাক তোমার,
না থাকুক দূরদর্শিতা,
সরল হয়েও যায়-গো গড়া,
অনিন্দ্য এক সভ্যতা।

প্রারম্ভ যেথায় হোক,  অন্তিম না হোক কালো,
মৃত্যুকালে সবাই বলুক, লোকটা ছিলো ভালো।