কেমন করে লেখবো কাব্য, সত্য লেখা যাবেনা,
কোণা ব্যাঙ কুয়াতে পরে করে কত বাহানা।।

সেই বাহানার সঙ্গী বেশি,
শুকনা কলস বাঁজে বেশি।
জ্ঞানের ঘরে মারলে টুকা,
হোদাই কিছু উইপোকা
কামড়ায় জ্ঞানীর মগজে,
শান্ত মনের বাস্তববতা যায়না বলা এই সমাজে।

সমাজ ছেড়ে যাবো কোথায় মায়ামমতা ভালবাসায় বন্দি জ্ঞানের হরসে,
আমায় যারা বুঝেরে ভুল তারা কি আর ভালবাসে।
আমি কেনো বড় হবো ?
জ্ঞানীর খাতায় নাম লেখাবো,
এই অহংকারে জ্বলছে কেবল অহংকারীর মন,
ধন্য তবু তাদের মুখে আমার আলোচন।


২২/০৯/২০১৮ ইং