হৃদয় মাঝে যদি থাকে বিরহ,
কাব্য রচনে মন থাকে আগ্রহ।
সেথা হোক প্রেম বিরহ বা অর্থ অভাব,
কবি সাহিত্যিক এর মনে আনে নব ভাব।

সব বিরহের কথাই কিন্ত যাবেনা লেখা,
এমন কারো ভরসা করো যার পাবেনা দেখা।
সব সংকট কাটিয়ে পাড়ি দাও জীবন নদী,
মহাসাগর এর মধ্যে পাবে রক্ষা, ভালবাসা থাকে যদি।

খোদার প্রেমের কাঙ্গাল হলে ক্ষতি নেই ললাটে,
রাসুলের প্রেমে পাগল হলে তরী যাবে ঘাটে।
নিরাপদে কাটবে জীবন সঙ্গী তাদের হলে,
স্বপ্ন দেখ মন, স্বপ্ন দেখো সময় নষ্ট করিও না হেসে খেলে।

২২/০৩/২০১৮