তোমার রুপে মুগ্ধ আমি হয়েছি দেওয়ানা,
তোমার ভালবাসা চাই রুপসী মানা করিওনা।
তুমি কারোনা কারো জীবন সঙ্গী তো হবেই, তবে আমার হলে ক্ষতি কি?
তোমার সকল বায়না রাখবো আমি,চাই শুধু স্বীকৃতি।
আয়না চিরুনি, পায়ের আলতা,রাঙ্গা ঠোটের রঙ,
সব আনিয়া দিবো, তোমায় পায় যদি এই মন।
বেনারসি শাড়ী দিবো,দিবো দুই হাত ভরে চুরি,
সোনার গহনা পড়াবো তোমায় আসলে আমার বাড়ী।
আপত্তি করোনা প্রিয়া ভালবাসা দাও,
তোমার রুপে মাতাল আমি একবার দেখে যাও।
আমি ভালবাসি তোমার রুপ লাবন্য, দেহ,মন যা কিছু আছে,
লাজলজ্জা ভুলে, তোমাকে দিয়েছি ঠাঁই আমার হৃদয় মাঝে।
ও দেখো কি না বোকার পরিচয় দিলাম তোমায় ?
কবির ভাষায় পত্র লেখতে লেখতে খাতা শেষ হয়ে যায়।
অনেক কথাই লেখেছি এখানেই ইতি টানলাম,
তবুও বিদায়ের পূর্বে মনের হরষে জনাই সালাম
০১/০৪/২০১৮