স্মৃতির কাঁদনে মন পুড়ে হয় ছাড়খাড়,
তবুও মন স্মৃতির জানালায় উকি দেয় বারবার।
ছোট বেলার কথা যখনি পড়ে মনে,
হৃদয় কান্নায় অশ্রু ঝড়ে দুই নয়নে।
হাফ প্যান্ট পড়ে খেলতাম গোল্লাছুট, কানামাছি আর পলানটুকু,
কতইনা মজা ছিল জীবনের সেই সময় টুকু।
এখন বড় হয়েছি বটে আজও মনটা রয়েছে ছোট,
স্মৃতির পাতায় গাঁথুনি হয়ে রয়েছে শতশত।
ভাবছি বসে নদীর পাশে দেখছি নদীর ঢেউ,
তোদের মত খেলছি কত ? খুজে পায়নি কেউ?
হৃদয় ফেটে কান্না আসে মনে পড়লে সেসব কথা,
সব হারায়ে এখন আমার জীবনটা যেন বৃথা।
২৩/০৩/২০১৮