রিম ঝিম ঝিম ঝড়ে বৃষ্টি,
কেরে নিলো আমার দৃষ্টি।
একবার ও তুই ভাবলিনা মন কে কইরাছে জগৎ সৃষ্টি।।
সৃষ্টি সবই খোদার হাতে,
যা দেখছো মন দিবারতে।
তোমার আমার নাইতো কিছুই সব কইরাছি রুপান্তর,
মওলার প্রেমে জগৎ সৃষ্টি, মওলা কি মহিমা তোর।
নয়ন থাকতে অন্ধ মোরা,
জ্ঞানে আবার জগৎ খোরা।
মানুষের তরে কইরাছো এসব, নাই কোরানে তোমার গোষ্ঠী।।
প্রেম দিয়া সাঁই গড়ল আদম,
সেই আদমে খাইলো গন্ধম।
সুখে থাকতে পারলি না মন আসলি স্বাধের দুনিয়ায়,
ঝগড়াফসাদ সঙ্গের সাথী শয়তান যে তোর কলিজায়।
কবি সহিম উদ্দিন বলে,
ছলে বলে কলাকৌশলে আর কত বলবি কথা হেসে মিষ্টি মিষ্টি।।
২১/০৯/২০১৮ ইং