এই রাজপথের পথিক আমি করি মুক্তির সংগ্রাম,
একাত্তর এ হয়নি জন্ম, মুক্তিকামীদের জানাই সালাম।
সালাস-সালাম হাজার সালাম ।।

দেশে এখন বইছে হাওয়া দিন বদলের,
গ্রামে গ্রামে ছোঁয়া লেগেছে ঐ শহরের।
আমরা বাঁচার মত বাঁচতে শিখেছি,
প্রতিরোধ করতে সফল হয়েছি।
এবার নির্মল হবে হবেই দেশদ্রোহী,
আমরা বাঙালী, বাংলাদেশী।
নতুন করে যখন বাঁচতে শিখলাম ।।

সন্ত্রাসীদের হাতে এ দেশ থাকতে দিবোনা,
জনস্বার্থে হবে এ দেশ পরিচালনা।
মাদক মুক্ত সোনার বাংলা, সোনালী সকাল,
এসো সবাই মিলে সাঁজাই এ দেশ, হতে দিবোনা চোঁখের আঁড়াল।
কবি সহিম উদ্দিন এর সোনার বাংলা,
আমাদের এই সোনার বাংলা,
শষ্যে শ্যামলে ভরা সুফলা।
এই দেশের টানে, প্রেমের টানে ছুটি অবিরাম ।।


১০/১০/২০১৮ ইং