সাধক যারা, শোনগো তারা অন্য কেহ নয়,
হৃদয় মাঝে থাকলে আল্লাহ, তার কি ? নামাজ পড়তে হয়।।
দীল ক্বাবাতে পড়ছি নামাজ নিশ্বাসে নিশ্বাসে,
মনের আড়াল হইনি দয়াল, খোদা মিলে বিশ্বাসে।
লোকেরে দেখাইতে আমি করিনা ইবাদত,
হযরত তোমায় করতে খুশি মনকে করছি শাহাদত।
মনে প্রাণে আছো তুমি এই অধমের আঙিনায়।।
ভাবছিলাম মন যাইবো মরে,বিনা খাদ্যে,বিনা রসে,
তোমার ঐ নাম জপলে সবে মন যে আমার রসে ভাসে।
এমন মজা তোমার প্রেমে বুঝে কেবল সাধক জনে,
সুসাধকের ধ্যান সাধনায় ফুটেরে ফুল মরা বনে।
ভেবে বলে সহিম উদ্দিন, খোদা তুমি আমায় একদিন দিও দেখা কল্পনায়।।
বি:দ্র: মুসলমান হলে অবশ্য অবশ্য নামজ পড়তে হবে।