প্রেমে খোদা, প্রেমে রাসুল, প্রেমে সৃষ্টি এই পৃথিবী,
প্রেম ছাড়া মন যায়না চলা, প্রেমে খুশী নূর নবী।।
নামাজ রোজা হজ্ব যাকাত করবি জনম ভরে,
তোর ইবাদত কি হবে কবুল ? প্রেম না থাকলে অন্তরে।
প্রেম দিয়া মন করো ইবাদত,
অল্পতে হয় হাজার বরকত।
যেমন কাজেকর্মে যদি মন না বসে,
সে কাজ অচিরে পরে ধ্বসে।
কি লাভ হবে ও মন প্রেম ছাড়া
চাইয়া দেখনা আয়নায় ছবি।।
নামাজ কিবা অন্য কাজে থাকবে তুমি যখন,
সদা মনে মনে রাখ তোমার প্রভূরে স্মরণ।
নিশ্চয় খোদা করবে ক্ষমা,
খোদার কাছে যা করেছো গুনাহ।
মানুষ হইয়া মানুষের তুই করলে অপমান,
মানুষ হইয়া মানুষকে তুই করলে অভিমান ;
ক্ষমা নাই তার ঐ দরবারে খুলে দেখনা কিতাবে আসমান।
কবি সহিম উদ্দিন বলে আমার এই ক্ষুদ্র জ্ঞানে করি মওলার প্রেম মাখামাখি।।
০৫/১০/২০১৮ ইং