আমর নাইরে তরী, না আছে পাড়ের কড়ী,
ও সাঁই কেমনে দিব সাগর পাড়ি,
আমি কেমন যাইবো আপন বাড়ী।।

দুই দিনের লাগিয়া বেড়াইতে আসিয়া,
ভুলেছি আপন ঠিকানা,
ও মন বুঝেও তুমি করছো মিছে বাহানা।
আমার নাইরে নাই,
আমি কার কাছে হাত বাড়াই,
ভাবছিলাম সাঁই মনে মনে,
সব আছে মোর এই ভুবনে।
আমি মিছে মায়ার এ সংসারে শুধু করলাম সংসারী।।

এখন চোঁখের জলে ভাসে এ বুক,
ভালই ছিল জনমের আগের ঐ যুগ।
আমি কেনবা আসলাম ভব অনলে,
বিবেক পুড়লাম খেলার ছলে।
এই বিবেকে ঠাঁই হলোনা সাঁই এক দিন ও তোমার নাম,
তাই কবি সহিম উদ্দিন বলে অবিরাম,
মাপ করো হে পাড়ের কান্ডারী।।


০৯/১০/২০১৮ ইং