যে মনে বেসেছি ভাল রাসুল আমি তোমারে,
এই মনে নাই আর কারো ঠাই ডাকি শুধু আল্লারে।।
জগৎ মাঝে আল্লাহ তুমি,
তোমার সম নাই কেহ।
যে নামেই ডাকি খোদা,
এই অধমকে তুমি পার করো।
আসছি একদিন,যাবো একদিন
এরই মাঝে করলাম গুনাহ
খোদা তোমার দরবারে।।
লাঙ্গল চাষে বাঁধ ঠেলেছি,
পরের ঘরে ঘুন দিয়েছি সংসার
তাদের গেছে পুড়ে,
আমার দেওয়া মিথ্যাচারে।
কাজে কর্মে মিল ছিলনা,
সময় মত দেইনি পাওনা।
কবি সহিম উদ্দিন বলে
দয়াল তুমি ক্ষমা করো রোজ হাসরে।।
২৪/০৯/২০১৮ ইং