দরদের মা, মাগো আর ঘুমাইও না একটু চাইয়া দেখ,
তোমার পাগল হইলো এতিম কেমনে ঘুমাই থাকো।।

দশ মাস দশ দিন তোমার গর্ভে ছিলাম নিরাপদে,
যত বিপদ পাইলো আমায় আসিয়া ভবে।
তোমার গর্ভে খাইছি তোমায় খোদার কি কুদরত ?
হাতে,মুখে খাইনি কিছু প্রভূর রহমত।
এত জ্বালা,কষ্ট সইয়া করিলে লালন,
খোদা আমায় দান করিলো এত সুন্দর জীবন।
এখন আমার সব আছে মা,নাই শুধু তুমি,
কেমন করে মনকে বুঝাই ও মা তোমার  ছেলেকে দেখো ।।

না ফেরার দেশে মাগো যাইবি সকাল সকাল,
তবে আমায় কেনো আদর মেখে রাঙ্গাইলী দুই গাল।
পিতা গেলো সবার আগে, না দেখিয়া চোঁখে,
হাতের মধ্যে প্রাণ হারালো আছি বড় শোকে।
মা তুই চাইয়া দেখনা একটি পলক,
দেখতে আসছে তোরে কত লোক ?
কবি সহিম উদ্দিন বলে কান্দিয়া (২)
মাগো আমি তোমায় হারাইয়া
কাঁদতে কাঁদতে কাটবে এখন রাত ।।


০৩/১০/২০১৮ ইং