এই মাটিতে জন্ম আমার, মাটি আমার মা,
মায়ের গন্ধ পাইরে আমি সোনা মাখা গাঁ।।
গাঁয়ের পাশে যমুনার জল, জল খেলিতে কত কোলাহল,
কি আনন্দ যাদু মাখা সোনালী সকাল।
নৌকার মাঝি গান গায়রে ভাটিয়ালি সুরে,
একবার শোনি, দুইবার শোনি,শোনি অন্তর ভরে।
জেলের জালে ধরে ইলিশ নাইতো কোন বাঁধা,
চরের বুকে ফুল ফুটেছে ফুলে ফুলে সাদা।
কি সুন্দর মন দেখে জুড়ায়, কি যে তার উপমা।।
আদর সোহাগে হইছি বড় হেসে খেলে,
এক সাথে খেলেছি পাড়ার সকল মেয়ে ছেলে।
মাঠের নতুন শষ্যে চাষী হয়রে খুশী,
আমন ধানের গন্ধে রাখাল বাঁজায় বাঁশী।
পালকিতে চরে এ গাঁয় হয়রে বিয়ে সাদি,
সহজ সরল আমার এ গাঁয় নাইরে অপরাধী।
পাখির কন্ঠে কিচিরমিচির যেমন গায়রে শ্যামা।।
১২/১০২০১৮ ইং