শত সাধনার সুফল পৃথিবীর বুকে আমরা মানুষ,
সর্বজাতীর শ্রেষ্ঠ আদম, সার্থের লাগি বেহুশ।
আপন পর বুঝিনা, সমাজ পতি মানিনা,
শুধু লাঠিপেটায় ব্যস্ত মানব, মুখে মিথ্যে শান্তনা ।
এর চাইতে পশুই ভাল
ওদের নেই কোন বিচার,
ওরা কিছু করবেই ওটা পশুত্বের অধিকার ।
ওরা পোষাক ছাড়া চলতে পাড়ে,
স্ত্রী ছাড়াই বংশ বিস্তার বিনা বাসর ঘরে।
তাই বলে কি আমরা মানুষ জাতী ?
আমরা মানুষ সভ্যতা লালন করি,
শয়তানের বশে, বিধাতার আদেশে লুকোচুরি ।
হালকা পোষাকে দেহ উন্মুক্ত করে,পশুর মত চলাফেরা নিত্যকাল,
মানুষ কুলে জন্ম লইয়েও মানুষ হতে পারলামনা একি ভাবের হাল।
২৯/১০/২০১৬ ইং