এত মানঅভিমান করে কি লাভ সখি ?
তোমাকে ছাড়া অন্য কিছুই যে দেখেনা মোর আঁখি ।
যতই শুন্যতার প্রহর গোনতে চাই,
ততই তোমাকে আমার হৃদয় মাঝে পাই।
এ কেমন ভালবাসা বন্ধু ? তুমি আমায় শিখালে,
খুজে ফিরি দিন রাত ,কেন যে রইছ চোঁখের আড়ালে ?
তুমি যতই চোঁখের আড়ালে থাকনা কেনো ? আসলে অন্তযামী ,
তোমারে দিয়েছি ঠাঁই হৃদয়ে আমি।
ভালবাসি বলেই তোমা হতে ভালবাসা পেয়েছি,
সেই ভালবাসার আলোতেই সব কিছু আপন করে নিয়েছি ।
এখন না হয় একটু ভুল বুঝাবুঝির হয়েছে সৃষ্টি,
তবুও কিন্ত ফিরেনি কারো হতে কারো দৃষ্টি।
আষাঢ়ে বাদল নামে,যৌবনে প্রেম,
প্রেমের টানে বাড়ী ছাড়বো তবু যদি তোমারে পেতেম।
পাবো, পাবো একদিন নিশ্চয় , হয়েছে যখন হৃদয়ের লেনাদেনা,
মানঅভিমান ভেঙ্গে মিলিত হবো, করব ভিন্নরুপে ইতিহাস রচনা ।
০৭/০৪/২০১৮