বিয়ের যোগ্যা কন্যা আমার গোলগাল চেহারা,
বিরক্তিকর সমাজটা করেছে দিশে হারা।
বিয়ে করতে হয়না রাজি আমি কাবু বলে,
মেয়েটি মোর ভাসায় বুক দুই নয়নের জলে।
দেখতে আসল পাত্র পক্ষ, হলো সমাদর,
দুনিয়াটা লাগবে তাদের পেটে খুদা প্রচুর।
কথা হল কাটাকাটি মিটলোনা আর বিয়ে,
কন্যা আমার চুপটি মেরে ঘরে রইলো শুয়ে।
টাকা পয়সা, গহনার সাথে দিতে হবে মেয়ে,
নচেৎ সারা জীবন মেয়ে আমার থাকবে কুমারী হয়ে।
কি লাভ এমন সন্তান গর্ভে করিয়া ধারণ,
যন্ত্রণার স্বাধ বইতে হয় সারা জীবন।
হে খোদা তোমার কাছে করি ফরিয়াদ,
আমাকেই নয় পুরো কন্যা জাতীকে বাড়িয়ে দাও তোমার রহমতের হাত।
এরা সমাজে দাসীত্ব জীবন করবে আর কত?
নারীপুরুষ এর মিলন মাঝে যৌতুক অভিশাপগ্রস্ত।
২৩/০৩/২০১৮