আমার মত নাইরে কাঙাল,খোদা তোমার এই জগতে।
পথে মাঠে ঘুরি আমি আছো কিগো দীল কাবাতে।।
গৃহত্যাগী হইছি আমি সংসার দিছি ছাড়িয়া,
তোমার প্রেমে কি যে মধু শেষ হবেনা বলিয়া।
আছেন যত অলি আল্লাহ তোমার স্বাধ পেয়েছে তারা,
ঐ স্বাধের গুনে এই ভুবনে ছিল যে তাই জ্যান্তমরা।
আমার ও তেমন স্বাধ হইয়াছে, স্বাধ্য নাইরে ভবেতে।।
মাওলার প্রেমে কান্দি আমি জল ফেলিয়া নয়নে,
রাসুল (স:) বিনে নাই দরদী আছে আমার স্বরণে।
দয়াল, মরার আগে মরছে যে জন,আমায় করে নাও তেমন,
ক্ষমা করো এই পাপিরে, পাপে ভরা আমার জীবন।
তুমি না চাহিলে কভু খুজে পাইনা আলোতে।।
মাফ করো হায় খোদা দয়াময়,
তোমার যদি একটু দয়া হয়।
কবি সহিম উদ্দিন বলে, আমার জীবন বিফলে,
শেষ হবেনা তোমার গুনগান কালি যদি হয় গো জলে।
মোহাম্মদের দোহায় প্রভু চাইনা কিছু এ জগতে।।