ফ্রেমে বাঁধা
এম এ সহিম উদ্দিন

এই শোন ওগো মোর প্রিয়,তুমি বিশ্বাস করো আমায়,
আমি যে মন,প্রাণ সব সপে দিয়েছি তোমায়।
যেদিন না, তোমার সাথে হয়েছিল মোর প্রথম পরিচয়,
সেদিনের স্মৃতি গাঁথা দৃশ্য আজও ভাসে চোঁখের কণায়।

আমি যদি ভুল করে না থাকি,তবে বলবে কি  ?
আমি কেনইবা তোমার প্রেমে ডুবে থাকি।
তুমিতো আমায় যাদু বিদ্যা করোনি চোঁখের পলকে,
সেকি রহস্যময় ঘটনা ঘটে গেলো দিবালোকে।

আমি তাইতো বলি বয়স আমার হয়নি কম চামড়া গেছে কূচকে,
তবুও আমায় এক নজর না দেখলে তোমার পাষাণ বাঁধে বুকে।
আসলে প্রকৃত প্রেম ভালবাসা বোধহয় এমনি হয়,
একে অপরের ব্যাথায় কাঁদে হৃদয়।

আমি বুড়ি হয়ে গেলাম তবু খায়েশ মিটেনি তোমায় দেখিবার,
তোমার ঐ মুখে যখনই তাকাই মনে চায় দেখি বারবার।
এই তুমি চুপ করে রইছো কেনো  ? আমি একাই বলে যাচ্ছি,
ওহ আসলে আমার মাথাই নষ্ট, তুমিতো গেয়েছো অফিসে এটা যে ফ্রেমে বাঁধা তোমার ছবি।

১০/০৪/২০১৮