মন যে আমার ভবঘুরে,
ঠিক থাকেনা ভিতর বাইরে।
সময় পেলেই যায় ছুটে যায়,
যায়না রাখা বন্ধি হৃদয়।।
আল্লাহ অলির প্রেমে এই মন,
যায়না রাখা বন্ধি তেমন।
শরিয়ত এর বিধান ধরে,
নামাজ পড়ি মসজিদ ঘরে।
মোনাজাতে দেই আবেদন,
ক্ষমা করো পাপ মুছন।
তুমি নাহি করলে ক্ষমা,
আমি এখন যাবো কোথায়।।
আল্লাহুর দোস্ত আখেরী নবী,
হযরত (স:) আমি তোমায় ডাকি।
আমার ডাকে দাওগো সাঁরা,
তুমি বিনে সর্বহারা।
তোমায় ডাকে কবি সহিম উদ্দিন,
তোমায় ডাকে কবি সহিম উদ্দিন;
না হইলেও হাজির একদিন।
এই উছিলায় মাফ করো সাঁই,
আমি, তোমার করুণা চাই।
মাফ করে দাও দয়াল, মুর্শিদ,
রহমতের হে দয়াময়।।