নামাজ হইল বেহেস্ত চাবি,
নামাজ ছাড়া কোথায় যাবি।
আয়রে মুসলিম নামাজ পড়ে,
ক্ষমা চাই পাকদরবারে ।
ক্ষমা করো হে দয়াময়।।
হায়াত,মোত আল্লার হাতে,
কখন যেনো কি ঘটে।
সময় গেলে সময় আসেনা,
মৃত্যুর কথা নাইরে জানা।
সময় থাকতে চলরে মন খুঁজি মাওলার ঠিকানা।
হে দয়াময় করো ক্ষমা,
আমি ক্ষমা চাই সাই আবারও।
শেষ বিচারে নেকের পাল্লা করে দিও জয়।।
টাকা পয়সা আছে যাহার,
গরীবেরে দেসনা আহার।
কোরবানি করো মনের পশু,
নিষ্পাপ যেমন কোলের শিশু।
তেমন হইয়া আয়না ফিরে,
যাইয়া খোদার ক্বাবা ঘড়ে।
সহিম উদ্দিন কয় ভাবিয়া,
মানব কূলে জন্ম লইয়া;
ধন্য তবে কর্ম খারাপ,
জানলাম না খোদার পরিচয়।।
২০/০৯/২০১৮ ইং