এক ফোটা জল
এম এ সহিম উদ্দিন
এক ফোটা জল চোঁখের কোণে হয়নারে তোর জমা,
কেমন করে বিধির কাছে চাইবিরে তুই ক্ষমা।।
নামাজ রোজা হজ যাকাত করলি জনম ভরে,
এতিমের হক করলি গ্রাস, ভয় নাই অন্তরে।
অসৎ পথের অর্থ দিয়া করিলে হজ যাকাত,
মন তুই কিয়ামতে পাবিনা নাযাত।
একবার নিরবে মন ভাবেকরে তুই বন্দ করিয়া চোঁখের পাখা।।
ফিরাইয়াদে পরের হক রাখিস না তোর ঘরে,
মৃত্যু কিন্ত হাত বাড়াইয়া ডাকছে কবরে।
ঐ কবরে হিসাব দিতে লাগবে নেক এর কড়ি,
খোদার প্রেমে যাসনা ডুবে হয়ে অভিসারী।
কবি সহিম উদ্দিন বলে টাকা পয়সা সব বিফলে,
চলরে মন সোজা পথে হয় যদি দেখা।।
২৩/০৯/২০১৮