আমি জীবন্ত এক লাশ;
আমার সোনার খাঁচায় বাস।
আমি অবসাদে ভুগি, আমি সকাল-বিকাল জাগি,
আমি ঘুরে ফিরে হয় যে শুধু তোমার অনুরাগী।

আমার সবটা জুড়ে তুমি;
হয়ো আমার মৃত্যুভূমি।
শুধু তোমার জন্য বাজে ওগো আমার বাঁশির সুর,
আমি চাই যে তোমায় নিয়ে; যেতে বহুদূর।

আমি শ্যামের পূজারী,
আমার মন হলো চুরি।
কলি যুগের কৃষ্ণ আমি তুমি আমার রাধা,
বাস্তবে তে পাইনা; মোরা কল্পনাতে বাঁধা।