মনের গোপন তুমি - এক ঝাঁক জোনাকি,
এনে দিয়ে উবে যাও। চেয়ে দেখি একি!
নেইকো আশেপাশে; নেই কোনো অস্তিত্ব; নেই
অবয়ব, সব দিক খুঁজে ফিরি । হঠাৎ যেই
আসে চৈতন্য মোর, বাম পাশে দেখি তব,
ডান পাশে ঘোর। পুলকিত কষ্টে করি অনুভব!
মানুষ নাকি তুমি, তার থেকে বেশি ? এমন
প্রহরে তব ঠোঁটে দেখি হাসি! আমি সারাক্ষন
রয়ে নিরব ; চেয়ে থাকি তোমার পানে -
হাসি চোখে - বাস্তব কে নিরবতা ডেকে আনে।
আমি বড়ো স্বার্থপর - নির্দয় , অবলম্বন করে
তোমায় , বাঁচতে চাই - শিখতে চাই ; তোমারে
দিয়েছি শুধু কৃত্রিম ভালোবাসা ; সবিনয়ে
সয়েছ সবই ; করেছ ভরসা। বলো কি উপায়ে ?
- তোমারে চেনাবো মোরে! ভালোবাসার মানে
আমি জানি , "তোমারে একটা প্রহর আড় নয়নে
না দেখলে মন কাঁদে ; এক পৃথিবী জীবন চুমি
মন নাটে মোর আহ্লাদে , দিলে বাড়িয়ে তুমি
হাত দুখানি - আমি রাখবো তোমায় বুকের খাচায় -
আমি কানে কানে বলবো - কলি যুগেও দেবী হয়।"