কবি শম্পা ঘোষের লিমেরিক 'কুঞ্জবন 'এর প্রতিক্রিয়ায় লিখিত এটি।
----------------------------------
রাধাসখি ফেসবুকের আর বউতো ঘরের কোণের,
তেল-নুনের বাত বউয়ের সাথে, রাধার সাথে মনের।
বন্ধু কেন হয় না বধু?
বায়না ধরেই কাটায় শুধু!
একঘেয়ে ক্ষণ ডানা মেলে ; ক্ষান্তি পেতে রণের।