সবার আড়ালে থাকা আছে এক মহাজন--
শাসনে-আদরে রাখে, পাহারাও অনুক্ষণ ।
দংশনে হুঁশ ফেরে, আলোপথে নিয়ে যায়;
খূশি হয়ে মানি তাকে, কী দারুণ ঘুম পায়!
তার কথা মানে কেউ, কেউ বুঝি ফেলে দেয় ;
আমি রেখে পাখি হই, পাখি ডানা মেলে দেয় ।
সবকিছু জেনেশুনে কেন তারা ফেলে দিল!
মান দিলে মান মেলে, কারা যেন বলেছিল?
চাহিদার শেষ নাই; হাপরের ক্ষিদে যেন!
দারোগা বলেছে তাই, 'এত বেশি চাও কেন?
যতটুকু দেয় সাদা, ততটুকু নিয়ে রেখো;
তোমার উঠোনে রোদ, সেই রোদ গায়ে মেখো।'