একটু আগে ঝড় উঠেছে
ভেতর-বাইরে একসাথে।
ভাঙলো তাতে মূল কাঠামো,
খড় মাটি পাব কাল রাতে।
কাল যদিও যায় না দেখা-
তবুও রসদ ভরছি পাতে,
ঝড়ের বালি চোখের ভেতর-
কালোই কেবল ঠেকছে হাতে!
কালো দিয়েই কালি বানাই,
আঁকবো এবার আঁকিবুকি,
বেখেয়ালে এঁকেই দেখি
তোমারই মুখ দিচ্ছে উঁকি!
যদিও তোমায় চিনি না ঠিক,
নিজেকেও কি চিনি?
যতই দেনা শোধ করি না,
তবুও তো সেই ঋণী!