আকাশ কি আর ইচ্ছে হলেই
আনতে পারে মেঘ?
বাতাস পালে লাগলে তবেই
আসতে পারে বেগ।
সবাই বলে ইগো ইগো
ইগো আবার কী?
আমি বাপু 'পারফেক্ট ম্যান'--
কোমর বেঁধেছি।
যেটাই বলি যেটাই করি
ভুল নয় এক চুলও;
বিঁধবে না এই মোটা ত্বকে
তোমার ছোঁড়া শূলও।
কথায় রাজা নইতো আমি,
আছে আমার গুণও;
এমনভাবে পানটা সাজাই
খসবে না তার চুনও।