সবাই সবার প্রতিবেশী এক আকাশের নিচে-
হিংসা বিদ্বেষ থাকলে মনে সব শিক্ষাই মিছে।


অধম যদি অন্য কেউ আমার তাতে কি-
আমার পথে ফুলের কলি বিছিয়ে রেখেছি।


একটি মাত্র বিন্দু দিয়ে সিন্ধু হয় না যদিও-
মনটা তবু মনে মনে একজনকেই দিও।
একটাই তো মন আমাদের, পিঠে ভাগের মতো-
ছিঁড়ে খুঁড়ে দিই যদি তা শুকায় না যে ক্ষত।
                      (নারী-পুরুষের প্রেম সম্পর্কিত)