মনছাড়া সমর্পণ? সেতো দায়সারা অভিনয়-
বাঁধ যদি জল ছাড়ে ভালোভাবে তরী বয়।


মোমবাতি কখনোই জোনাকির বিকল্প নয়-
না পুড়িয়ে আলো দেওয়া মহান নিশ্চয়।


প্রথম শেখার আলো হয় না কখনো ফিকে-
বোবা প্রেমের হাতে-খড়ি উচ্চমাধ্যমিকে।


অন্ধজনের গন্ধ নেবার শক্তি অনেক বেশি,
মাটির মর্ম বোঝে না যে সেই তো পরদেশী!