১
প্রলয়ের ভূখণ্ডে দিশেহারা হয় বাতাসও-
মাটিতেই পড়ে ভাঙা ডাল, পাখি খুঁজে নেয় আকাশও।
২
কিছুটা অদেয় থাক, কিছু থাক অভিমান-
নাপাওয়াটা থেকে গেলে থেকে যায় পিছুটান।
৩
অর্ধেক চাঁদে অর্ধেক দেখেছ, বাকিটা ঢেকেছি তিমিরে-
কোজাগরী এলে দেখাব পুরোটা,যদি না তরী ডুবে যায় তীরে।
৪
আহতের পার্ট পেলে চিৎকার করে চিলও-
মুরগিছানাও সমব্যথী হয়, ছোঁড়ে না কেউই ঢিলও।
৫
নদীও কি চিরকাল একই পথে যায় বেয়ে?
আদরে বদল এলে এভাবেই থাকে ছেয়ে।